কোম্পানীগঞ্জে পাথর শ্রমিক নিহতের মামলায় ৪ আসামি কারাগারে

কোম্পানিগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জের কালাইরাগের (হাজারী দাইন্যা) পাথর কোয়ারিতে ৫ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় ৪জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের মধ্যে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদও।
অপর ৩ জন হলেন, উপজেলার দক্ষিণ কোনাবাড়ির মাসুক মিয়া, তানভির আহমদ ওরফে কনাই এবং ফজলুল করীম ওরফে কালাই।
মঙ্গলবার সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
মঙ্গলবার (১৭ এপ্রিল) জামিনের মেয়াদ শেষ হলে তারা আদালতে হাজির হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান বিষয়টি নিশ্চত করেছেন।
আদালত সূত্র জানায়, কালাইরাগ কোয়ারিতে অবৈধভাবে গর্ত করে দীর্ঘদিন ধরে পাথর উত্তোলন করা হচ্ছিল। রাতে জেনারেটর চালিয়ে আলী আমজদের নেতৃত্বে এই পাথর উত্তোলন কর হতো। কোয়ারি এলাকায় ৪০/৫০ ফুট গভীর গর্ত করে শ্রমিকরা ঝুঁকি নিয়ে পাথর উত্তোলনকালে ২৫ ফেব্রুয়ারি গর্তের পাড় ধসে ৫ শ্রমিক নিহত হন।
এ ঘটনায় ২৬ ফেব্রæয়ারি রাতে নিহত পাথর শ্রমিক আতাবুরের ছেলে নাছির মিয়া বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।