মুজিবনগর দিবসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের আলোচনা

 

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৪টায় জেলা পরিষদ মিলানায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিকের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও সহ সভাপতি আশফাক আহমদ, সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, এডভোকেট রাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওয়ার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, নুুরুল ইসলাম পুতুল, মোহাম্মদ আলী দুলাল, মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, জেলার দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, মহানগর আওয়ামীলীগ নেতা আজহার উদ্দিন জাহাঙ্গীর, কবির উদ্দিন, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, এডভোকেট খোকন কুমার দত্ত, এ আর সেলিম, আব্দুছ ছোবহান, মহানগর যুবলীগের আহŸায়ক আলম খান মুক্তি, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর শ্রমিকলীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, মহানগর যুবলীগের যুগ্ম আহŸায়ক সেলিম আহমদ সেলিম, মহানগর কৃষক লীগের সাধার সম্পাদক আব্দুর রকিব বাবলু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, হেলেনা বেগম, মাধুরী গুন, রওশন জেবীন, আবুল কালাম ফনিক, এমাদ উদ্দিন মানিক, অতুল দে, বেলাল খান, সুহেল আহমদ সাহেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ সহ আওয়ামীলী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বদর উদ্দিন আহমদ কামরান বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৭ এপ্রিল এক অবিস্মরণীয় দিন। এই সরকারের অধীনে ৯ মাসের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের বিনিময়ে স্বাধীনতা ও বিজয় অর্জন হয়। কিন্তু ৭৫ সালে জাতির জনককে স্বপরিবারে হত্যার পর স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা চলে যায়। তারা বাঙালির গৌরবের ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধুকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল। কিন্তু ইতিহাস কখনও মুছে ফেলা যায় না। বিজ্ঞপ্তি