শাবিপ্রবিতে মুজিবনগর দিবস পালিত

শাবিপ্রবি প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘৭ই মার্চের ভাষণ ছিল মুক্তিকামি বাঙ্গালী জাতির প্রেরণার উৎস। রনাঙ্গণের মুক্তিযোদ্ধারা যুদ্ধের সময় ৭ই মার্চের ভাষণটি অক্ষরে অক্ষরে পালন করে। তারা এই ভাষণের আহŸানে শুধু যুদ্ধই চালিয়ে যায়নি, সেই সাথে স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষ আত্মোৎসর্গ করেছে, সম্ভ্রম হারিয়েছে কয়েক লক্ষ মা-বোন। এই ভাষণের পথ ধরেই মুক্তিযুদ্ধে বিজয় ও বাংলাদেশের স্বাধীনতা। এটিই একমাত্র ভাষণ, যা ইউনেস্কো কর্তৃক বিশ্ব-ঐতিহ্য সম্পদ হিসেবে স্বীকৃত।’
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেলের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস (১৭ এপ্রিল) উপলক্ষে একটি সেমিনারে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের শ্রেষ্ঠতম ভাষণ। এই ভাষণ পুরো একটি জাতিকেই উদ্বুদ্ধ করেছিল। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল অলিখিত। বিশ্বের অন্যান্য জাতীয় নেতাদের শ্রেষ্ঠ ভাষণগুলোর প্রায় সব ছিল লিখিত। এই একটি ভাষণই একটি জাতিÑরাষ্ট্র তথা বাংলাদেশ সৃষ্টি করেছিল যা নজিরবিহীন।’
শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক জায়েদা শারমীন স্বাতীর সঞ্চালনায় এই সেমিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ ‘৭ ই মার্চের ভাষণ ও একটি জাতি-রাষ্ট্র সৃষ্টি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মশিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ও সেমিনারটির সমন্বয়ক হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. এসএম হাসান জাকিরুল ইসলাম।
সেমিনারে মুক্ত আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল গণি, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. কবির হোসেন, শাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক ইমরান খান প্রমুখ।
সভাপতির বক্তব্যে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের অন্তরে লালন করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙ্গালী জাতির সম্পদ। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। আমাদের উচিত হবে তাঁর আদর্শকে অনুসরণ করা।’
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু ভাষণের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। বরং সারা জীবন এ জাতির জন্য কাজ করে গেছেন। জীবনভর আত্মত্যাগ, নেতৃত্বে দৃঢ়তা এবং লক্ষ্যে অবিচলতা তাঁকে বাঙ্গালি জাতির কাছে শ্রেষ্ঠ সন্তানে পরিণত করেছিল।’