কানাইঘাটে অর্ধলক্ষাধিক টাকার বিদেশী মদসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার কানাইঘাট থানাধীন দূর্গাপুর চতুলবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ বোতল বিদেশী মদসহ তাদের আটক করা হয়।
আটককৃত দুই মাদক ব্যবসায়ী হলো- কানাইঘাট থানার খালিনগর চড়াইঘাট গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র রফিক আহমদ(২২) এবং মৃত ইউসুফ আলীর পুত্র আকিল উদ্দিন (২০)।
র‌্যাব সুত্র জানিয়েছে, গ্রেফতারকৃত অভিযুক্তরা দীর্ঘদিন যাবত সিলেট জেলার বিভিন্ন এলাকায় মাদক সেবীদের নিকট মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ১০০ বোতল বিদেশী মদের আনুমানিক মূল্য ৫২০০০/= টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত অভিযুক্তদের সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।