জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাক্ষাৎ

সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবগঠিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দ সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ লুৎফুর রহমানের সাথে বুধবার দুপুরে চেয়ারম্যানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এসোসিয়েশনের নেতৃবৃন্দ চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান, সহ সভাপতি এ.কে.এম কামরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম রুহেল, সহ সম্পাদক এ.এস মিলন মাহমুদ, দপ্তর সম্পাদক গোলাম সরওয়ার নোমান, উপ-দপ্তর সম্পাদক সোহাগ ভ‚ইয়া, অর্থ সম্পাদক মোঃ সাইফুর রহমান, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আবুল খায়ের নোমান, সদস্য ওমর ফারুক প্রমুখ।
জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ লুৎফুর রহমান সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবগঠিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দের উদেশ্যে বলেন, নতুন কার্যকরী কমিটির গতিশীল নেতৃত্বে এসোসিয়েশন আরো এগিয়ে যাবে। সমাজের অসহায়-দরিদ্র মানুষের কল্যাণে এ সংগঠনের নেতৃবৃন্দকে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি