ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

 

অনলাইন ডেস্ক

ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। মঙ্গলবার দিবাগত রাতে ইরবিল ও আল-আসাদ বিমান ঘাঁটিতে হামলা চালানোর পর বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিক এবং কূটনীতিকদের ইরাক থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।

ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ইরান এবং যুক্তরাজ্যের মধ্যে চলা চলমান অস্থিরতা নিরসনে সর্বোচ্চ কূটনীতিক চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে ধারণা করা হচ্ছে, এই সপ্তাহের শেষে সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত এবং ওমান সফর বাতিল করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী।

ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার প্রতিক্রিয়ায় নিজেদের নাগরিক এবং সেনাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। ইরাকে অস্ট্রেলিয়ার প্রায় ৩ শত সেনা মোতায়েন রয়েছে।

হামলার প্রতিক্রিয়ায় নিজেদের নাগরিকদের ইরাক থেকে চলে আসার নির্দেশ দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। সরকারি তথ্য অনুযায়ী, ইরাকে ফিলিপাইনের ১৬০০ নাগরিক কাজ করে।

ইরাকে থাকা নাগরিক সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পাকিস্তান। হামলার পর এক বিবৃতিতে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, যারা ইরাকে আছেন তারা দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন ।

ইরাকে থাকা নাগরিকদের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অপ্রয়োজনীয় চলাচল পরিত্যাগ করার পরামর্শ দিয়েছে ভারত । এছাড়া ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী উইন্সটন পিটার্স। পাশাপাশি ইরাকে থাকা সেনা সদস্যরা নিরাপদে আছেন বলেও নিউজিল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে।