বড় ভাইকে চাকরির প্রলোভন দিয়ে ছোট বোনকে অপহরণ, অবশেষে.

..
তাওহিদুল ইসলাম ফাহিম:

বড় ভাইকে চাকরি দেয়ার কথা বলে ১২ বছর বয়সের ছোট বোনকে অপহরণ করেছিল এক দুর্বৃত্ত। অপহরণ শেষে মুক্তিপণও দাবি করেছিল ৩০ হাজার টাকা। অভিযোগ পেয়ে পুলিশ উদ্ধার করে অপহৃত ওই শিশুকে। সেই সঙ্গে আটক করেছে অপহরণকারীকে। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রেসবিজ্ঞপ্তি দিয়েছে।

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নবীগঞ্জ উপজেলার পানি উমদা গ্রামের সুমিতা বেগমের পুত্র ছিদ্দিকুর রহমান (১৪) কে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে চাকরি দেয়ার প্রলোভন দেয় আসামি লিটন মিয়া। লিটন মিয়ার বাড়িও নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে। লিটন প্রলোভন দেয় সুমিতার ১২ বছরের মেয়েকে সিলেট নগরীর ভালো স্কুলে ভর্তি করে দেবেন। ওই আশ্বাসে সুমিতাকে তার ২ সন্তানসহ সিলেট নগরীতে নিয়ে আসা হয় ৩ জানুয়ারি। তাদেরকে সিলেট এনে সুমিতা ও ছিদ্দিকুরকে ইবনে সিনা হাসপাতালের কাছে বসিয়ে রেখে ১২ বছরের শিশু কন্যাকে নিয়ে পালিয়ে যায় লিটন। পরে সুমিতার সাথে যোগাযোগ করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় সুমিতা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরির প্রেক্ষিতে ৫ জানুয়ারি কোতোয়ালি থানার এসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে আটক হয় লিটন। উদ্ধার হয় ১২ বছরের শিশু কন্যা। ওই শিশু কন্যাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে