মা মনি‘র নিঝুমের সফলতা

 

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচিত পাল নিঝুম এবারের পিইসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে সিলেট শহরতলির শাহপরানস্থ মা মনি কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট একাডেমি থেকে পিইসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।

নিঝুম সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের পাগলা গ্রামের নির্মল চন্দ্র পাল ও জনি দে‘র মেয়ে।

নিঝুম আজকের এই সফলতার জন্য মা বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আগামীতে উচ্চ শিক্ষা লাভে সে সকলের আর্শীবাদ প্রার্থী।