মা মনি‘র আলো শিক্ষক হতে চায়

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেট শহরতলির শাহপরানস্থ মা মনি কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট একাডেমির আলমাস আক্তার আলো উচ্চ শিক্ষা শেষে একজন শিক্ষক হতে চান। এবারের জেএসসি পরীক্ষায় মা মনি থেকে তিনি জিপিএ-এ পেয়ে উত্তীর্ন হয়েছেন।

আলমাস আক্তার আলো সিলেট শহরতলির কল্ল গ্রামের ব্যবসায়ী জয়নাল আবেদীন ও হালিমা বেগম বুলবুলের মেয়ে।

আলো জানিয়েছেন, আজকের এই সফলতায় তিনি মা বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। তিনি উচ্চ শিক্ষা শেষে একজন আদর্শ শিক্ষক হতে চান। এজন্য তিনি সকলের দোয়া প্রার্থী।