শাহপরানের মা মনি কিন্ডার গার্টেনের ধারাবাহিক সফলতা

 

নিজস্ব প্রতিবেদক:

জেএসসি ও পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ ফলাফল অর্জন করেছে সিলেট শহরতলির শাহপরান এলাকার মা মনি কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট একাডেমি। এবার এই স্কুল থেকে জেএসসি-তে ১৭ জন ও পিইসিতে ২১ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছেন। পিইএসেিত এ প্লাস পেয়েছে ৫ জন।

২০০৩ সালে শাহপরান এলাকায় প্রতিষ্ঠিত প্রথম প্রাইভেট স্কুল মা মনি কিন্ডার গার্টেন প্রতি বছরই পরীক্ষার ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।

স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক মুজিবুর রহমান ডালিম জানান, কাঙ্খিত ফলাফল অর্জন করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে স্কুলটি। শাহপরান এলাকায় প্রথম প্রতিষ্ঠিত এই স্কুলটি এলাকার সর্বস্তরের মানুষের প্রাণের প্রতিষ্ঠান হিসেবে লাভ করতে সক্ষম হচ্ছে।