মা মনির তাবাসসুমের সফলতা

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২০
মা মনির তাবাসসুমের সফলতা

 

নিজস্ব প্রতিবেদক

সিলেট শহরতলির শাহপরান এলাকার মা মনি কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট একাডেমির তাবাসসুম হাবিবা চৌধুরী মোহনা এবারের জেএসসি পরীক্ষায় জিপিএ-এ (৪.৭১) পেয়েছেন।

মোহনা সিলেট শহরতলির দিগন্ত আবাসিক এলাকার ব্যবসায়ী হাবিব আহমদ চৌধুরী ও সৈয়দা নীলিমা জাহানের মেয়ে।

মোহনার ইচ্ছা উচ্চ শিক্ষা শেষে তিনি বিচারবিভাগে কর্মজীবন বেছে নেবেন। এ জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন। তার এই কৃতিত্ব ফলাফলের জন্য শিক্ষক ও মা বাবার উতসহাকে স্বরণ করেছেন কৃতজ্ঞতার সাথে।