মা মনির তাবাসসুমের সফলতা

 

নিজস্ব প্রতিবেদক

সিলেট শহরতলির শাহপরান এলাকার মা মনি কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট একাডেমির তাবাসসুম হাবিবা চৌধুরী মোহনা এবারের জেএসসি পরীক্ষায় জিপিএ-এ (৪.৭১) পেয়েছেন।

মোহনা সিলেট শহরতলির দিগন্ত আবাসিক এলাকার ব্যবসায়ী হাবিব আহমদ চৌধুরী ও সৈয়দা নীলিমা জাহানের মেয়ে।

মোহনার ইচ্ছা উচ্চ শিক্ষা শেষে তিনি বিচারবিভাগে কর্মজীবন বেছে নেবেন। এ জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন। তার এই কৃতিত্ব ফলাফলের জন্য শিক্ষক ও মা বাবার উতসহাকে স্বরণ করেছেন কৃতজ্ঞতার সাথে।