সাবেক এমপি বাপ্পীর মৃত্যুতে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর শোক

 

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি এডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ পৃথক শোক বার্তায় তারা বাপ্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চারদিন লাইফ সাপোর্টে থাকার পর আজ সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন ফজিলাতুন্নেসা বাপ্পী। তার বয়স হয়েছিল ৪৯ বছর। ফজিলাতুন্নেসা বাপ্পী শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন্নেসা বাপ্পী সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বেও ছিলেন। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।