ফুটবল মাঠেই প্রাণ গেল ধনরাজনের

 

অনলাইন ডেস্ক

কলকাতার বড়ো বড়ো ক্লাবগুলোর পক্ষে মাঠ কাঁপানো ফুটবলার রাধাকৃষ্ণন ধনরাজনের প্রাণ গেল ফুটবল মাঠেই। রবিবার সন্ধ্যায় কেরলের মালাপ্পুরম জেলায় পেরিনথালমান্নায় ‘অল ইন্ডিয়া সেভেনস টুর্নামেন্ট’-এর ম্যাচ খেলার সময় হঠাৎ শ্বাসকষ্ট ও বুকে ব্যথায় কাতর হয়ে পড়েন রক্ষণভাগের অতন্দ্রপ্রহরী। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

২০১৩-১৪ মৌসুমে আই লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ছিলেন এই প্রতিভাবান ফুটবলার। তার আগে ২০১০-১২ মৌসুমে খেলেছেন মোহনবাগানের পক্ষে। ২০১৪ সালে তাঁকে সই করায় ইস্টবেঙ্গল। তবে মোহনবাগানেরও আগে চিরাগ ইউ‌নাইটেডের হয়ে ২০০৮-১০ সালে খেলেন তিনি। সন্তোষ ট্রফিতেও বাংলার প্রতিনিধিত্ব করেছেন রাধাকৃষ্ণন ধনরাজন।