জগন্নাথপুরে পানির নিচে সড়ক, জনদুর্ভোগ

 

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃষ্টি হলেই রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়। যে কারণে জন দুর্ভোগের শেষ নেই। বিশেষ করে জগন্নাথপুর পৌর সদরের পৌর পয়েন্ট থেকে মুক্তিযোদ্ধা ভবনের সামন পর্যন্ত ভাঙাচোরা সড়কের গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া পৌর পয়েন্ট থেকে রাণীগঞ্জ রোডের হবিবনগর গ্রাম পর্যন্ত সড়কটি করুন দশায় পরিণত হয়েছে।
দীর্ঘ কয়েক বছর ধরে এ দুই সড়কের মাত্র এক হাজার ফুট সড়কের বেহাল দশার কারণে দিনদিন জন ভোগান্তি বেড়েই চলেছে। প্রতিনিয়ত এসব সড়ক দিয়ে লক্ষাধিক মানুষের যাতায়াত। সড়কের সামান্য ভাঙনের কারণে জন দুর্ভোগের অন্ত নেই।
জগন্নাথপুর উপজেলা সদরের আয়না হচ্ছে পৌর পয়েন্ট। যে কোনো মানুষ দেশের যে কোনো স্থান থেকে জগন্নাথপুর এলেই পৌর পয়েন্টে নামতে হয়।
জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী সহ ভূক্তভোগী জনতা আল্টিমেটাম দিয়ে বলেন, কয়েক দিনের মধ্যে সড়কের কাজ না হলে কঠোর আন্দোলন গড়ে তেলা হবে। এ সময় সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না। তাছাড়া উপজেলার প্রায় সকল রাস্তাঘাটের করুণ দশার কারণে জন ভোগান্তি বেড়েই চলেছে।