ঘূর্ণিঝড়ের নাম কেনো ‘ফনফনি’?

 

অনলাইন ডেস্ক

ফিলিপাইনে আঘাত হেনেছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ফনফনি’। এর প্রভাবে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। নভেম্বর মাসের ১৯ তারিখ থেকে এই ঝড়ের উৎপত্তি ও গতিপথ পর্যবেক্ষণ করে আসছিলো জাপানের আবহাওয়া কেন্দ্র। ম্যাকাও প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের নামকরণ করে ‘ফনফনি’। অবশ্য ফিলিপাইনে এই ঝড় ‘আরসালা’ নামে পরিচিত।

‘ফনফনি’ চীনের ‘ভংফং’ বা ‘ওংফুং’ শব্দ থেকে এসেছে। যার অর্থ ‘মৌমাছি’ বা এ জাতীয় পোকা।

ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে শুরু থেকে সঠিক হিসেব করে আসলেও শেষ পর্যন্ত আবহাওয়া অফিসগুলোর হিসেবে ভুল দেখা যায়। ধারনা করা হয়েছিলো ফিলিপাইনের উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে দেশটির মূল ভূখণ্ডে আঘাত হানবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় ২৪ ডিসেম্বরের পরও ‘ফনফনি’ তার ক্ষিপ্র গতি নিয়ে এগিয়ে যায় ফিলিপাইনের মূল ভূখণ্ডের দিকে এবং বড়দিনে এটি তছনছ করে দেয়া বাড়িঘর। বর্তমানে ফিলিপাইন ছাড়িয়ে ঝড়টি দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে।