অস্ট্রেলিয়া ভ্রমণে সর্তকতা জারি

 

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় চলছে তীব্র তাপদাহ। এবারের তীব্র গরম ছাড়িয়েছে পূর্বের সব রেকর্ড। এরই মধ্যে দেশটির রাজ্য নিউ সাউথ ওয়েলসে ভয়াবহ দাবানল আশঙ্কা করা হয়েছে। ফলে অস্ট্রেলিয়া ভ্রমণে সর্তকতা জারি করা হয়েছে।

বিবিসির অনলাইন খবরে বলা হয়, ক্রিসমাসে অস্ট্রেলিয়া ভ্রমণে আগ্রহীদের বিলম্ব করতে বলা হয়েছে। কারণ সেখানে বনে লাগা দাবানল আরও তীব্র হতে পারে।

এদিকে অস্ট্রেলিয়ায় তাপদাহ এবং বাতাস আরও বৃদ্ধি পাচ্ছে। শনিবার তিনটি রাজ্যে আগুনের অবস্থা খারাপের দিকে গেছে। নিউ সাউথ ওয়েলসের বেশ কয়েকটি সড়ক ও মহাসড়ক বন্ধ করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধান গ্লাডিস বেরেজিক্লিয়ান বলেন, ‘আমরা সবাইকে আগুনের আশপাশের রাস্তায় যাতায়াত করতে নিষেধ করছি।’

এদিকে তাপমাত্রায় ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড ভেঙ্গেছে দেশটিতে। সেখানে সবশেষ ৪৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এর আগে ২০১৩ সালের ৭ জানুয়ারি দেশটিতে সর্বোচ্চ গড় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।