শাহপরানের মা-মনি কিন্ডারগার্টেনে চড়ূইভাতি

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেট শহরতলির শাহপরান এলাকার প্রাচীন প্রাইভেট স্কুল মা-মনি কিন্ডারগার্টেনে চড়ূইভাতি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে চড়ূইভাতি অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুল ক্যাম্পাসে ছিল আনন্দমুখর পরিবেশ।

স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মুজিবুর রহমানের সার্বিক সহযোগিতায় ওই চড়ূইভাতির আয়োজন করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

সারা বছর শিক্ষাদান কার্যক্রমে ব্যস্ত সময় কাটিয়ে ১৭ ডিসেম্বর দিনটি তাদের বিনোদনের জন্য বেছে নেন। এই বিনোদন পালন করেন চড়ূইভাতির মাধ্যমে।