সিকৃবি’তে বর্ষ বরণে ‘বালিকণা’

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় উৎসব আনন্দে বর্ষবরণ পালন করে।

১৪ এপ্রিল বেলা সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত লোক গানের দল ‘বালিকণা’ বৈশাখী অনুষ্ঠানে বাঙ্গালীর প্রাণের বাংলা গান পরিবেশন করে। ভার্সিটি হলে দলগত গানে স্বতঃস্ফূর্তা এনে দেয় বিপ্রদীপ কর, সাগর দাস, সোহান রানা, অসীম দেব, প্রিতম কর ও অর্জুন বিশ্বাস বালিকণার উদিয়মান কণ্ঠ শিল্পীরা। বিজ্ঞপ্তি