সাংবাদিক আজাদের শয্যাপাশে ওসমানী হাসপাতালের পরিচালক

 

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের তাহিরপুরে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক হাবিব সরোয়ার আজাদকে সন্ত্রাসীরা ধরে শারীরিকভাবে নির্যাতন করে গুরুতর আহত করে স্থানীয় সন্ত্রাসীরা। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাবিব সরোয়ার আজাদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার।

সোমবার (১৬ এপ্রিল) দুপুরে সাংবাদিক আজাদকে হাসপাতালের ৯নং ওয়ার্ডে দেখতে যান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কে এম মাহবুবুল হক। এ সময় সাংবাদিক আজাদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। চিকিৎসায় যেন কোনো ধরনের গাফিলতি না হয়, এজন্য চিকিৎসকদের নির্দেশনা প্রদান করেন পরিচালক।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন- ব্রাদার ইনচার্জ ইসরাইল আলী সাদেক, ওয়ার্ড মাস্টার রওশন হাবীব, সাংবাদিক আজিজুর রহমান ও আনছার সদস্য নাছির উদ্দীন।