মা মনি কিন্ডাগার্টেনে বই উৎসব ১ জানুয়ারি

 

তাওহিদুল ইসলাম ফাহিম:

সিলেট শহরতলির ঐতিহ্যবাহি মা মনি কিন্ডারগার্টেনে বই উৎসব আগামী ১ জানুয়ারি স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বই উৎসব পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. শওকত আলী জানান, সকাল ১০ টায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ শুরু হবে। ১ম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীকে সরকার প্রদত্ত বিনামূল্যের বই দেওয়া হবে। বই বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মো. মুজিবুর রহমান ডালিম।

শওকত আলী জানান, বই বিতরণ অনুষ্ঠানে সকল শিক্ষার্থীর অভিভাবকরাও উপস্থিত থাকবেন। বই বিতরণ অনুষ্ঠানে অভিভাবকরা ফটোসেশন অংশগ্রহণ করার সুযোগ পাবেন।