পুরুষের আবর্জনা সাফ করতে করতে জীবনটা পার করলাম: তসলিমা

 

অনলাইন ডেস্ক:

ভারতে সম্প্রতি ‍দুই গণধর্ষণ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নির্বাসিত ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

তিনি লেখেন, হায়দরাবাদে প্রিয়াংকা রেড্ডির গণধর্ষণ আর পুড়িয়ে মারার ঘটনা শেষ হতে না হতেই উন্নাওয়ে গণধর্ষণের পর পুড়িয়ে মারার ঘটনা, উন্নাওয়ের পর এক তরুণীকে ধর্ষণ আর পুড়িয়ে হত্যা মালদায়, মালদার পর ত্রিপুরায়, শেষ না হতেই ঢাকায় রুম্পার ধর্ষণ আর হত্যার ঘটনা।

তসলিমা আরও লেখেন, ভারতীয় উপমহাদেশে প্রতিদিনই মেয়েদের ধর্ষণ করা হচ্ছে এবং খুন করা হচ্ছে। প্রতিদিন এসব ঘটনা শুনতে হবে, পড়তে হবে, দেখতে হবে, প্রতিদিন এই খুন ধর্ষণ নিয়ে ভাবতে হবে, প্রতিবাদ করতে হবে, চিৎকার করতে হবে, দুশ্চিন্তা করতে হবে, প্রতিদিন, প্রতিদিন, প্রতিদিন।

‘মানুষ আর কত নিতে পারে! আমাদের জীবনে যেন শান্তি স্বস্তি বলে কিছু থাকতে নেই, আনন্দ উচ্ছ্বাস থাকতে নেই। একটাই জীবন! এই জীবনটা পার করে গেলাম পুরুষের আবর্জনা সাফ করতে করতে।’

বিতর্কিত এই লেখিকা বলেন, পুরুষেরা কী সাংঘাতিক ভাবে আমাদের জীবন থেকে কেড়ে নিচ্ছে আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের বিশ্বাস, আমাদের সুখ, স্বপ্ন, আমাদের স্বাধীনতা।