সিলেটের নারী ফুটবলার শ্যামলীর পথ চলা

 

বিশেষ প্রতিনিধি:

শ্যামলী বসাক ফুটবলার। নারী ফুটবলার। খেলেন স্ট্রাইকার হিসেবে। তবে খেলার মাঠে তাকে দেখা যায় ভিন্ন মূর্তিতে। পুরো মাঠ দখলে নিয়ে খেলতে ভালবাসেন তিনি। নিজ দলকে বিজয়ী করতে তার আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে প্রতিপক্ষ দল। জয়ের মালা পড়েন অনায়াসে।
তিনি সঙ্গীত শিল্পীও। সব ধরনের গান তার আয়ওত্বে। পল্লীগিতি, ভাওয়াইয়া, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, দেশাত্ববোধক, লোকসঙ্গীত সব ধরনের গানের জন্যই তার কন্ঠ যেন সৃষ্টি হয়েছে। অবাক করা কন্ঠ।

একজন আদর্শ স্কুল শিক্ষার্থীও তিনি। ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী। স্কুল জীবনে লেখাপড়ায় সব সময় কৃতিত্বর স্বাক্ষর রেখে চলেছেন। গৃহস্থালী কাজে মায়ের পাশে দাড়ান। তাইত মা ও মেয়ের মধ্যে গভীর এক বন্ধুত্ব।

শ্যামলী সিলেট শহতলির শাহপরান উপশহর এলাকার বাসিন্দা। জানালেন তিনি সিলেট জেলা নারী ফুটবলের একজন খেলোয়াড়। অনুর্ধ্ব-১৭ হিসেবে খেলে আসছেন জেলা টিমে। সিলেটে নারী ফুটবলারের সংখ্যা কম হওয়ায় শত কাজ থাকার পরও প্রতিটি খেলায় তাকে অংশ নিতে হয়। বঙ্গমাতা ফজিলতুননেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে খেলার অপেক্ষায় আছেন তিনি। এর আগে সিলেট সদর উপজেলা ও জেলা পর্যায়ে তার দল বিজয়ী হয়েছে। আত্মবিশ্বাস গভীর। আন্তর্জাতিকভাবে খেলায় অংশ নেয়ার প্রবল ইচ্ছা রয়েছে তার। সেভাবে নিজকে গড়ে তুলছেন বলে জানালেন।