সিলেটের ঐতিহাসিক নয়াসড়ক মসজিদের মিনার ভেঙ্গে রাস্তায়

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের ঐতিহাসিক নয়া সড়ক মসজিদের মিনার ভেঙ্গে রাস্তায় পড়েছে। সোমবার দুপুর ১২ টায় ওই ঘটনা ঘটে। এতে পার্শ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটিও হেলে পড়েছে। পুনর্র্নিমাণ কাজ দ্রæত শেষ করতে গিয়ে মিনার ভেঙে রাস্তায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অপরিকল্পিত ভাবে এবং দ্রæত শেষ করতে গিয়ে এই ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানিয়েছেন।

এই ঘটনায় তাৎক্ষণিক ভাবে এক মোটরসাইকেল আরোহীর আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় ও নয়াসড়ক পঞ্চায়েত কমিটির উদ্যোগে নয়াসড়ক জামে মসজিদের পুনর্র্নিমাণ কাজ চলছে। চলমান কাজের অংশ হিসেবে সোমবার সকালে মসজিদের মিনার ভাঙার কাজ শুরু হয়। এক পর্যায়ে হঠাৎ মিনারটি ভেঙে রাস্তায় পড়ে।

এলাকাবাসী বলেন, রোববার কয়েকজন ভাঙাড়ি (বিল্ডিং ভাঙার কাজে নিয়োজিত পেশাজীবী) মসজিদের মিনার ভাঙার কাজ পেতে আসেন। তারা মিনারের ওপর থেকে ভেঙে-ভেঙে নিচে নামবে বলে তাদের পরিকল্পনার কথা জানায়। কিন্তু মসজিদ কমিটি তাদের সেই প্রস্তাবে রাজি হননি। এলাকাবাসীর অভিযোগ, মসজিদ কমিটি মিনারটি দ্রæত ভাঙার কাজ সমাপ্ত করতে মেশিন ব্যবহার করে মিনারের নিচের মাটি সরিয়ে সেটা মসজিদের ভেতর ফেলতে চেয়েছিলেন।

সোমবার সকালে সিটি করপোরেশনের কয়েকজন কর্মী মসজিদের মিনার ভাঙার কাজ শুরু করেন। তারা মিনারের নিচের মাটি সরানোর এক পর্যায়ে মিনারটি ভেঙে রাস্তায় গিয়ে পড়ে, এবং তাৎক্ষণিকভাবে একজন মোটরসাইকেল আরোহী আহত হন।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, এই ঘটনায় কারো গাফিলতি থাকলে তা খতিয়ে দেখা হবে।

সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, এসকেবেটর চালক কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা না নিয়েই কাজ শুরু করেন। পুলিশকেও বিষয়টি অবগত করা হয়নি। তার ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে। এ কারণে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।