টুকের বাজারে লাউয়ের হাট

 

সিলেটের টুকের বাজার এলাকার সুরমা চরে লাউ চাষ করে স্বাবলম্বি হচ্ছেন কৃষকরা। প্রতিদিন সকাল ৭ টা থেকে শুরু হয় এই বাজারে পাইকারী হাট। পাইকারদের কাছে সরাসরি লাউ বিক্রয় করায় ন্যায্য মূল্য পাচ্ছেন কৃষকরা। ছবিটি টুকের বাজার পাইকারী সবজি হাট থেকে তুলেছেন আমাদের আলোকচিত্রী তাওহিদুল ইসলাম ফাহিম।