সিকৃবিতে ‘সমন্বিত পদ্ধতিতে’ ভর্তি পরীক্ষা সম্পন্ন

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘সমন্বিত পদ্ধতিতে’ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ সেশনে স্নাতক শ্রেণিতে ৬টি অনুষদে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু হয়।

এ বছর ৬টি অনুষদের ৪৩১ টি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নিয়েছেন ৩০০০ শিক্ষার্থী।

সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ৬৮টি কক্ষে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

দেশের সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হলো।

আগামী ৫ ডিসেম্বর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।