সিলেটে কিন ব্রিজের নিচে অজ্ঞাত তরুণীর লাশ

 

ডেস্ক রিপোর্ট

সিলেট নগরীর কিন ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গলায় রশি বাঁধা অবস্থায় সুরমা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। তার মাথা থেঁতলানো ছিল।

পুলিশের ধারণা, ওই তরুণীকে হত্যার পর ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়। তার বয়স ২৫ বছর বলে পুলিশের ধারণা। তার পরনে সালোয়ার-কামিজ ছিল।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রিতা বেগম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনের খোঁজ মিললে হত্যার কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।