ছাত্র জমিয়ত জৈন্তাপুর উপজেলার কাউন্সিল

 

ডেস্ক রিপোর্ট:

জৈন্তাপুর উপজেলার দ্বিবার্ষিক কাউন্সিল ২৩ নভেম্বর শনিবার বিকালে স্থানীয় দরবস্ত ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত হয়।

উপজেলা আহবায়ক মাওলানা উবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক জননেতা মাওলানা কবির।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি ফরহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মাসউদ আজহার, সেক্রেটারী মাওলানা সিরাজ উদ্দীন, সহ সম্পাদক মাওলানা জাকারিয়া জেলা ছাত্র জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক লুকমান হাকিম, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সেক্রেটারী আলিম উদ্দীন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দীন। উপজেলা সদস্য সচিব হারুনুর রশিদের সঞ্চালনায় মাওলানা উবায়দুল­াহকে সভাপতি,জুনায়েদ আহমদকে সাধারণ সম্পাদক ও মাহদী হাসানকে সাংগঠনিক সম্পাদক করে সংবিধানে উল্লেখিত ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করেন জেলা সভাপতি ফরহাদ আহমদ।