কাউন্সিলর আফতাব ফুটবল : বৃহস্পতিবার যে ৫ দলের জয়

 

ডেস্ক রিপোর্ট:

কাউন্সিলর আফতাব হোসেন খান দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টে বৃহস্পতিবারের (২১ নভেম্বর) ৫টি খেলায় জয় পেয়েছে মারুফ একাদশ (কলাপাড়া), সুপার কিং আর.এফ.সি (নূরানি, বন কলাপাড়া), সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব (দিগলবাখ, নোয়াগাও), সুপার কিং, কে.এফ.সি (নূরানি, বন কলাপাড়া) ও নিউ স্টার (জালালাবাদ)।

সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকাস্থ মরিরের মাঠে অনুষ্ঠিতব্য বৃহস্পতিবারের খেলায় রেফারির দায়িত্ব পালন করেন- হাসান আলী বাদল এবং সহকারী রেফারি হিসেবে ছিলেন- সালেহ আহমদ, আব্দুল হাসিম, প্রদীপ রায় ও সালেহ আহমদ। ধারা বিবরণীতে ছিলেন- আফাজ উদ্দিন আহমেদ ও আরিফ আহমদ।

খেলা পরবর্তী ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও টুর্নামেন্টের প্রবর্তক আফতাব হোসেন খান, সাংবাদিক মুজিবুর রহমান ডালিম, সাংবাদিক এম.এ রহিম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, টুর্নামেন্টের অর্থ সম্পাদক লল্লিক চৌধুরী, টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক পুলক কবির, নজরুল ইসলাম দুদু, নওশেরান চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক কামরুল আই রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহানুর আলম, নাট্য বিষয়ক সম্পাদক রুহিন আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহরিয়ার আলম প্রমুখ।

টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সিলেটের পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সিলেট ভয়েস ডটকম‘।

শুক্রবারের (২২ নভেম্বর) খেলা :

আসিতেছে সাত ভাই (নূরানি, বন কলাপাড়া) বনাম মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব (কলাপাড়া)।
কিং ফিসার সুনামগঞ্জ (সুনামগঞ্জ) বনাম আলমগীর একাদশ (উত্তর পীর মহল্লা)।
হালিম একাদশ (পশ্চিম পীর মহল্লা) বনাম ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব (পুরাতন কালারুকা, বাদাঘাট)।
কালাপাথর সেভেন স্টার (শাহী ঈদগাহ) বনাম শাপলা স্পোর্টিং ক্লাব (নবীগঞ্জ)।
নিউ স্টার স্পোর্টিং ক্লাব (বিশ্বম্ভরপুর) বনাম স্টার ক্লাব (ফাজিল চিশ্ত)।

প্রতিদিন মাঠে উপস্থিত থেকে সকল খেলা উপভোগ করতে ক্রীড়ামোদী সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ৭ ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান।