ছাতকের রুহুল ও সাহেদ সিলেট মহানগর শ্রমিকলীগে নির্বাাচিত

ছাতকের রুহুল ও সাহেদ সিলেট মহানগর শ্রমিকলীগে নির্বাাচিত

বাংলাদেশ আওয়ামী শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটি তে সহ-শিক্ষা ও সাহিত্য গবেষণা বিষয়ক সম্পাদক পদে ছাতকের রুহুল আমিন তালুকদার ও সহ-অর্থ বিষয়ক সম্পাদক পদে জাবের আহমেদ সাহেদ তালুকদার নির্বাচিত হয়েছেন।
রুহুল আমিন তালুকদার বাদে ঝিগলী গ্রামের ধন মিয়া তালুকদারের ২য় ছেলে ও জাবের আহমেদ তালুকদার একই গ্রামের মরহুম হাজী আবর মিয়া তালুকদারের বড় ছেলে। সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ অনুসারী হিসেবে পরিচিত।
এ ব্যাপারে রুহুল আমিন তালুকদার ও জাবের আহমেদ সাহেদ তালুকদার বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক আসাদ উদ্দিন আহমেদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে, সকলের দোয়া নিয়ে নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই। পাশাপাশি সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন এর দিকনির্দেশনা অনুযায়ী কাজ করতে চাই।
গত ৬ অক্টোবর মহানগর শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের সুপারিশে কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই কমিটি অনুমোদন দেন। বিজ্ঞপ্তি