খাদিমনগর চা বাগান থেকে চোলাই মদসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট:

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েম এবং এএসপি নাহিদ হাসানের নেতৃতে খাদিমনগর চা বাগান থেকে চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুর ২টায় সিলেট সদর উপজেলার খাদিমনগর চা বাগান থেকে দেশীয় তৈরি চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৯।

র‌্যাব সূত্রে জানা যায়, এসএমপির এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর চা বাগানস্থ সবুজ মিয়ার চা দোকানের সামনে থেকে ২১৪ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

গ্রেফতারকৃতরা খাদিমনগর চা বাগানের সত্য নারায়ন কুরমীর ছেলে জয়রাম কুরমী (৪৬), রাম জতন গোয়ালার ছেলে সেকেন গোয়ালা (৪৬), উত্তর পীরের চরের তজমুল আলী ছেলে মো. জয়নাল (২৭)।

গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান