গোয়াইনঘাটে গাছভর্তি ট্রাক্টর উল্টে নিহত ২

 

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গাছ ভর্তি একটি ট্রাক্টর উল্টে আব্দুর রহমান (৪৮) ও কামাল উদ্দিন (২৬) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ফতেহপুরের প্রথম খণ্ড গ্রামের মাদার টিলায় এ দুর্ঘটনাটি ঘটে।

গোয়াইনঘাট থানা সূত্রে জানা যায়, রোববার দুপুরে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর ১ম খণ্ড গ্রামের মাদার টিলার কিছু গাছ কিনে তা নিয়ে আসার জন্য সেখানে একই গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে আব্দুর রহমান একটি ট্রাক্টর নিয়ে যান। পরে ট্রাক্টরে গাছভর্তি করে মাদার টিলা থেকে বেরিয়ে যাবার পথে হঠাৎ ট্রাক্টরটি উল্টে যায় এবং ট্রাক্টরের নিয়ে চাপা পরেন আব্দুর রহমান ও ট্রাক্টর চালক কামাল উদ্দিন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গোয়াইনঘাট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুরঞ্জিত তালুকদার। এ সময় তিনি নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে।