বাহরাইনে বালাগঞ্জের মজবুল আলীর আকস্মিক মৃত্যু

 

বালাগঞ্জ প্রতিনিধি:

মধ্যপ্রাচ্যের বাহরাইনে বালাগঞ্জের এক প্রবাসী আকস্মিক মৃত্যুবরণ করেছেন বলে সংবাদ পাওয়া গেছে। মৃত্যুবরণকারী মজবুল আলী (৪০) বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের টাকামুদ্রা গ্রামের মৃত কটু মিয়ার ছেলে।

রোববার (০৩ নভেম্বর) বাহরাইন সময় সকাল ৬ টায় ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে তিনি মৃতুবরণ করেছেন বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মজবুল আলীর ২ ছেলে, ২ মেয়ে, স্ত্রী রয়েছেন। তার পরিবারে মাসহ আরও ২ভাইবোন আছেন। তিনি একটানা ১১ বছর যাবত বাহরাইনে প্রবাসী হিসেবে রয়েছেন। সেখানে অবৈধ হয়ে পড়ায় অনেক অসুস্থতা সত্ত্বেও দেশে ফিরে আসতে পারেননি।

বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মজবুল আলীর একই গ্রামের বাসিন্দা মুক্তার আলী এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মৃতদেহ দেশে আনার ব্যাপারে চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে বাইরাইন দূতাবাসে তার আত্মীয়-স্বজন যোগাযোগ করছেন।