জৈন্তাপুরে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ

 

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেট জেলার জৈন্তাপুর উপলায় সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ করেছেন সরুখেল গ্রামের ইমরান আহমদ দুলাল। দুলাল স্থানীয় ইটাখাল ছাতকির বাড়ি থেকে আঞ্জাগ্রাম জামে মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণের ঠিকাদার।

দুলাল অভিযোগ করে বলেন, রাস্তাটি নির্মাণ শুরু করতেই আঞ্জাম গ্রামের রাহেল আহমদ চাাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় রাহেল তার সঙ্গীদের সাথে নিয়ে কাজে বাধা দেয়। এতে ঠিকাদার দুলাল রাস্তার কাজ বন্ধ রাখতে বাধ্য হন।

পরে বিষয়টি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করেন। ইউপি চেয়ারম্যান ওই ঘটনায় সালিশ বৈঠকের আয়োজন করেন। সালিশ বৈঠকে চেয়ারম্যানের তত্বাধানে ওই কাজ করা হবে বলে জানানো হয়। এ জন্য ঠিকাদার দুলাল ২০ হাজার টাকা প্রদান করেন চেয়ারম্যানকে। ইউএনও ঠিকাদারকে জানিয়ে দেন তিন কার্যদিবসের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। এ অবস্থায় ঠিকাদার দুলাল আজ বুধবার সকালে কাজ শুরু করেন। কিন্তু রাহেল আবার দলবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। বিষয়টি তিনি জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম জানান তিনি বিষয়টি জানার পর পিআইওকে তদন্তের জন্য বলেছেন।

এ বিষয়ে রাহেল মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি কোনো চাঁদা চাইনি।