দক্ষিণ সুরমায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

 

ডেস্ক নিউজ:

সিলেটের দক্ষিণ সুরমা থেকে জাহেদ (২২) নামে এক ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। সে দক্ষিণ সুরমার তেতলী চেরাগী এলাকার মৃত মতছির আলীর ছেলে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৯ টার দিকে দক্ষিণ সুরমার তেতলী চেরাগী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। এই মামলায় সে পলাতক ছিল।