ইমার্জেন্সি হেল্পিং ইয়ুথ অর্গানাইজেশন বস্ত্র বিতরণ

ইমার্জেন্সি হেল্পিং ইয়ুথ অর্গানাইজেশন বস্ত্র বিতরণ

মামুন চৌধুরী :: অরাজনৈতিক সেবামুলক সামাজিক সংগঠন ইমার্জেন্সি হেল্পিং ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ৬ অক্টোবর সকালে লামাবাজারের বিভিন্ন মহল্লায় এই বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি বাসু দেব গোস্বামী, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, আবু নছর মাহদি, সালেহ আহমদ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সদস্যবৃন্দরা মনে করেন ইমার্জেন্সি হেল্পিং ইয়ুথ অর্গানাইজেশন সামাজিক কাজে আরো এগিয়ে যেতে সকলের সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে একঝাঁক তরুণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সিলেট শহরের বিভিন্ন দাবি-দাওয়া সহ অবহেলিত মানুষের পাশে থাকতে এই সংগঠন অঙ্গিকারবদ্ধ।