বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার বস্ত্র বিতরণ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে পোড়াবাড়ী সার্বজনীন পূজা মন্ডব পরিদর্শন শেষে শারদীয় দূর্জাপূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইি বস্ত্র বিতরণ করেন।
বস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, ঐক্য পরিষদ সহযোগী সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, ঐক্য পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পূজা পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি নীলেন্দু ভূষণ দে অনুপ, সাধারণ সম্পাদক রাজু গোয়ালা, ট্রাইব্যাল এসোসিয়েশন সিলেটের চেয়ারম্যান দানেশ সাংমা, ঐক্য পরিষদ এয়ারপোর্ট থানা শাখার সাধারণ সম্পাদক বাবুল দেব, সদর উপজেলা শাখার সহ সভাপতি বীরেশ দেবনাথ, খাদিমনগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক নান্টু রঞ্জন সিংহ, সদর উপজেলা পরিষদের পূজা সম্পাদক গোবিন্দ লাল দে টুটুল, বহর দাসপাড়া পূজা কমিটির সহ সভাপতি অসিত চন্দ্র রায়, সদর উপজেলা পূজা পষিদের সদস্য লিটন চন্দ্র রায়, পোড়াবাড়ী পূজা কমিটির সভাপতি গৌরাঙ্গ উরাং, সাধারণ সম্পাদক অশ্বিনী মুন্ড প্রমুখ।