শাহজালাল কলেজিয়েট স্কুলে ২য় বারের মতো আলোর অন্বেষণের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়

আলোর শিহরণ ছড়িয়ে পড়ুক সমাজে এই স্লোগানকে সামনে রেখে আলোর অন্বেষণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দ্বিতীয়বারের মতো ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ৫ অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট খাদিমনগরস্থ সুরমা গেইট শাহজালাল কলেজিয়েট স্কুলের প্রায় দুইশত শিক্ষার্থীর মধ্যে এ রক্তের গ্র“প নির্ণয় করা হয়।
ক্যাম্পেই উদযাপন পর্ষদের আহ্বায়ক তোফাজ্জল হোসেন, সদস্য জুবেল আহমদ, মহসিন সিদ্দিকীর পরিচালনায় ও আশরাফ আহমদ এবং সুহেল তানভীরের সমন্বয়ে ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মাতৃভূমী উন্নয়ন ক্লাবের সভাপতি জিয়াউল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলোর অন্বেষণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জিহাদ আহমদ রাজু, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রনি, সংগঠনের সদস্য মনিরা সিদ্দিকা তারিন ও সদস্য আতাউর রহমান প্রমুখ।