জৈন্তাপুরে ইয়াবা সহ মাদক সম্রাট জাহাঙ্গীর গ্রেফতার

 

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেট জৈন্তাপুর উপজেলায় পুলিশের মাদক বিরুধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান করে মাদক সম্রাট জাহাঙ্গীর আলম (৩৮) কে আটক করে৷

সোমবার ৩০ সেপ্টম্বর দিবাগত রাত নিয়মিত অভিযানের অংশ হিসাবে পুলিশ উপজেলার ৪নং বাংলা বাজার এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিত্বে এস.আই মাহবুব ও এ.এস.আই রায়হান কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান করে একাধীক মামলার আসামী মাদক সম্রাট ইয়াবা ব্যবসায়ী ১০০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। সে উপজেলার নিজপাট যশপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৮)।

অফিসার ইনচার্জ শ্যামল বনিক বিষয়টি নিশ্চিত করে প্রতিবদককে বলেন, আটককৃত জাহাঙ্গীর উপজেলার কুখ্যাত মাদক সম্রাট৷ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে৷ তিনি আরো বলেন তাকে মাদক আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে৷