শ্রমিক ইউনিয়ন গোয়াইনঘাট উপ-পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর অন্তর্ভূক্ত বাইপাস পূর্ব গোয়াইনঘাট উপ-পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় কার্যালয় প্রাঙ্গণে এ সাধারণ সভা হয়।
উক্ত পরিচালনা কমিটি সভাপতি মো. আখলাকুল আম্বিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর জাকারিয়া আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মনজুর আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক যুগভেরীর স্টাফ ফটো সাংবাদিক মো. মনিরুজ্জামন রনি, তামাবিল উপ-পরিষদের সভাপতি লিটন আহমদ, জৈন্তা-গোয়াইনঘাট ও কানাইঘাট সাংগঠনিক উপ-কমিটির আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য নুরুল হক।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নুর আহমদ, সাংগঠনিক সম্পাদক হারুন আহমদ, শ্রমিক নেতা ফয়সল, গোয়াইনঘাট ইউপি সদস্য শাহীন আহমদ সহ বিভিন্ন উপ-কমিটির সভাপতি ও সম্পাদক, উদেষ্টামন্ডলী উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত গৃহিত হয় আফতাব আলীকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ৯০ দিনের জন্য গঠন করা হয়। এই সময়ের মধ্যে উপ-পরিষদের ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষনা দেওয়া হয়।