কোম্পানীগঞ্জে ভারতীয় মদের চালানসহ আটক ২

অনলাইন ডেস্ক

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় মদের চালানসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ৩টায় উপজেলার সীমান্তবর্তী ছড়ারপাড় ব্রিজ এলাকায় সিলেটে মাদক বিরোধী সেলের অভিযানে মাদকের চালানসহ তাদেরকে আটক করা হয়।

উদ্ধার হওয়া চালানে বস্তাবর্তি ৩১৮ বোতল ভারতীয় তৈরি অফিসার্স চয়েজ মদ ছিল। গ্রেফতার হওয়া মাদক চোরাকারবারীরা হচ্ছেন উপজেলার ছড়ারপার নোয়াগাঁও (ধুপরির পাড়) এলাকার আব্দুল বারীর ছেলে আইনুদ্দিন (৩০) ও বাবুল মিয়া (৩৬)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের সহকারি পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. আনিছুর রহমান খান কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়-সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র সার্বিক দিক-নিদের্শনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলায় মাদক বিরোধী সেলের ইনচার্জ পুলিশ পরিদর্শক সজল কুমার কানুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় মাদক বিরোধী সেলের এসআই রাজীব মন্ডল বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করেছেন।