কুশিঘাটে সুরমা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

 

অনলাইন ডেস্ক

সিলেট নগরীর কুশিঘাটে সুরমা নদীতে পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার ছুটির দিনে ওয়াহিদ মিরাজ বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল নগরীর কুশিঘাট বুরহানাবাদ এলাকায়। সেখানে সুরমা নদীর তীরে পা ধুঁতে গিয়ে পানিতে পড়ে যায় সে। সাঁতার না জানা মিরাজ তলিয়ে যায় মুহুর্তেই।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মিরাজের মরদেহ উদ্ধার করে।

ওয়াহিদ মিরাজ (১৩) সিলেট নগরীর শিবগঞ্জ হাতিমবাগ এলাকার মিনার আহমদের ছেলে। সে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী সুরমায় ডুবে মিরাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, চার বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিল মিরাজ। একপর্যায়ে সুরমা নদীর তীরে পাথরের ওপর দাঁড়িয়ে পা ধুঁচ্ছিল সে। ওই সময় পা পিছলে সে পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।