জুড়ী থেকে নিখোঁজ স্কুলছাত্র গোলাপগঞ্জে উদ্ধার: আটক ২ শিশু

 

ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজারের জুড়ী থেকে নিখোঁজ স্কুলছাত্র আশরাফুল হাসান রাশেদকে (৮) গোলাপগঞ্জ থেকে উদ্ধার করেছে স্থানীয় জনতা। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের তাঁত শিল্প মেলা থেকে তাকে উদ্ধার করে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদে সোপর্দ করা হয়। এ সময় অপহৃত রাশেদের সাথে দুই শিশুকে আটক করা হয়।

আশরাফুল হাসান রাশেদ উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের আজিদ মিয়ার পুত্র। সে উপজেলার হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

আটককৃত দুই কিশোরী হলো- গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কোনাচর এলাকার জিয়া উদ্দীনের মেয়ে মাহমুদা আক্তার ইমা (১১) ও ফাহমিদা বেগম লিমা (১৩)। বর্তমানে তারা বড়লেখা উপজেলার দক্ষিণভাগে বসবাস করছে।

জানা যায়, গত ২১ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় বাড়ির পাশে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ মাঠে শিল্প-পণ্য মেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ আশরাফুল হাসান রাশেদ। এর পর আর বাড়ি ফেরেনি সে। পরিচিত সবখানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি তার। এ ঘটনায় রাশেদের মা হোছনা বেগম রোববার জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১০৮০) করেন।

এদিকে রাশেদের পিতা রাশেদের সন্ধানে সিলেটের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে ঢাকাদক্ষিণ বাজারে আসলে তাঁত শিল্প মেলায় হঠাৎ দু’টি মেয়েসহ তাঁর ছেলেকে দেখতে পান। এ সময় দুই কিশোরীসহ তাদের উদ্ধার করে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন স্থানীয় জনতা। পরে ইউপি চেয়ারম্যান পুলিশকে খবর দিলে দুই কিশোরীসহ পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।

ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুর রহিম বলেন, দুই কিশোরীসহ উদ্ধারকৃত শিশুকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান বলেন, তাদের সাথে কারা জড়িত রয়েছে তা খোঁজে বের করা হবে। উদ্ধারকৃত শিশুকে জুড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।