গোয়াইনঘাটে ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ৪৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) উপজেলার তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো বাছেদ মিয়া গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামে অভিযান চালায়। সেখান থেকে জালালাবাদ থানার বীরেরগাওঁ গ্রামের আব্দুল মুকিতের ছেলে সাজ্জাদ হোসেনকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকমুক্ত গোয়াইনঘাট থানা গঠনে আমাদের টিম গোয়াইনঘাটের ধারাবাহিক অভিযান অব্যাহত আছে। থানা এলাকার অপরাপর মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের অভিযান চলছে।