সাংবাদাকি দোয়েল দলীয় মনোনয়ন জমা দিয়েছেন

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন নির্বাচনে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন সাংবাদিক মনজুরুল আমিন দোয়েল। আজ শনিবার আওয়মী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি। পরে তা পূরণ করে জমা দেন।

আইন জটিলতা কাটিয়ে দীর্ঘ দিন পর নির্বাচন হচ্ছে মিরপুর ইউনিয়নের। এই নির্বাচনে অংশ নিতে সাংবাদিক দোয়েল দীর্ঘদিন ধরে এলাকায় নানা সামাজিক কর্মকান্ডসহ উন্নয়ন কর্মকান্ড করিয়ে যাচ্ছেন।

এই নির্বাচনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগসহ স্থানীয় আওয়ামী লীগ সরব হয়ে উঠে। গত বৃহস্পতিবার মিরপুর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে কেন্দ্রে চারজন দলীয় প্রার্থীর নামের তালিকা প্রেরণ করা হয়। এই তালিকায় সাংবাদিক দোয়েলের নামও রয়েছে।

সাংবাদিক দোয়েল বলেছেন, দলের হয়ে দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে কাজ করছি। তৃণমূল নেতাকর্মীরা আমাকে সর্বাত্মক সহযোগিতা করছেন। বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডও করিয়ে যাচ্ছি। এই অবস্থায় মিরপুর ইউনিয়নে নৌকার প্রতীক পাওয়া আমি হকদার। নৌকা প্রতীক পেলে আমার পক্ষে বিজয় আসবে নিশ্চিত। তবে দলীয় যে সিদ্ধান্ত আসবে তা আমি মেনে নেব।