কানাইঘাটের এহছানে এলাহী বিআরটিসির নয়া চেয়ারম্যান

 

কানাইঘাট প্রতিনিধি :

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কানাইঘাটের কৃতি সন্তান মো. এহছান ই এলাহী (খোকন)।

সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বিআরটিসির নতুন চেয়ারম্যান নিয়োগের কথা জানানো হয়। এহছান ই এলাহী’র গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার তিনচটি নয়াগ্রামে ।

এহছান ই এলাহী এর আগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি জীবন শুরু করেন।

সরকারি কর্মকর্তা মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে তিনি গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।