খাসদবিরে হোটেল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

সিলেট নগরীর খাসদবির এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে খাসদবির এলাকার শাহীন হোটেলের একটি কক্ষ থেকে হাফিজ আজির উদ্দিন (৬৫) নামের এই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার থেকে তার কক্ষ থেকে কোন সাড়াশব্দ না পাওয়ায় হোটেল কতৃপক্ষ পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শাহীন হোটেলের ৩য় তলার ২৬ নম্বর কক্ষ থেকে ঐ বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।