জাফলং থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর

 

ডেস্ক রিপোর্ট:

জাফলংয়ের পিয়াইন নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিএসএফ’র উপস্থিতিতে ভারতের ইস্ট খাসিয়া হিল জেলার পাইনেচুলা থানা পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে গোয়াইনঘাট থানা পুলিশ।

উদ্ধার হওয়া লাশেরও পরিচয় সনাক্ত হয়েছে। প্রমথ শর্মা (৩৯) নামের ওই ব্যক্তি ভারতের রাজস্থান রাজ্যের দৌসা জেলার মনপুরা থানার আচলপুর গ্রামের মৃত আর কে শর্মার ছেলে।

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় জানান, গত ১১ আগস্ট প্রমথ ও তার এক বন্ধু মিলে ডাউকির উমগট নদীতে সাঁতার কাটতে নামেন। এসময় নদীতে প্রমথ নিখোঁজ হন। গত মঙ্গলবার জাফলংয়ের কান্দুবস্তি এলাকায় পিয়াইন নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

পরে ভারতীয় পুলিশের কাছে প্রমথের লাশ হস্তান্তর করা হয়েছে।