সিলেটে বিশেষ নির্দেশনা দিল পুলিশ

 

ডেস্ক রিপোর্ট:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিলেট নগরবাসীকে বিশেষ কয়েকটি নির্দেশনা প্রদান করেছে মহানগর পুলিশ (এসএমপি)। মূলত ঈদ উৎসবকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা বিধানের জন্যই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় এই নিদের্শনাগুলো জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ আবদুল ওয়াহাব।

তিনি জানান, সিলেট মহানগর পুলিশ আইন ২০০৯ এর ২৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সিলেট মহানগর এলাকার সকল জনসাধারণের জন্য এসব নির্দেশনা প্রদান করা হয়েছে।

মহানগর পুলিশ কোরবানির পশু সিটি কর্পোরেশন কর্তৃক নির্দিষ্ট স্থানে এবং ইউনিয়ন এলাকায় নির্দিষ্ট স্থানে জবাই করতে অনুরোধ জানিয়েছে। পশু জবাইয়ের বর্জ্য নির্দিষ্ট জায়গায় ফেলতেও অনুরোধ জানিয়েছে পুলিশ। এক্ষেত্রে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সাথে যোগাযোগ করে অস্থায়ী পশু জবাইয়ের স্থান সর্ম্পকে জেনে নিতে অনুরোধ করেছে পুলিশ।

এসএমপি জানায়, প্রতিটি পশুর হাটে জাল টাকা সনাক্তে সিলেট মহানগর পুলিশের বুুথে জাল টাকা সনাক্তকরণ মেশিন রয়েছে। এ মেশিনে টাকা পরীক্ষার অনুরোধ জানিয়েছে পুলিশ।

ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় নগদ অর্থ ও মোবাইল ফোন বহন করার ক্ষেত্রে সর্তক থাকতে নির্দেশনা দিয়েছে পুলিশ। ঈদগাহ মাঠে প্রবেশের সময় জায়নামাজ ব্যতীত অন্য কোনো কিছু না নিতে নির্দেশনা দিয়েছে তারা। ট্রাফিক আইন মেনে চলতে এবং ঈদগাহ মাঠের আশপাশে যানজট নিরসনকল্পে ব্যক্তিগত গাড়ি ঈদগাহ মাঠ থেকে দূরে পার্কিং করতে নির্দেশনা দিয়েছে পুলিশ।

মহানগর পুলিশ ঈদ উপলক্ষে বাসা-বাড়িতে গৃহকর্মী নিযুক্ত করলে তাদের প্রতি বিশেষ নজর রাখতে বলেছে। ঈদে ছুটিতে গেলে বা বাসা ত্যাগ করলে দরজা-জানালা সঠিকভাবে তালাবন্ধ করা, বাসা বা অফিসে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করা, দরজায় নিরাপত্তা অ্যালার্মযুক্ত তালা ব্যবহার করা এবং পাড়া-মহল্লা ও বাসা-বাড়ির সামনে সন্দেহজনক কাউকে বা কোনো দুষ্কৃতিকারীকে ঘুরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশকে অবহিত করতে নির্দেশনা দিয়েছে।

ঈদ উপলক্ষে কোথাও ছুটিতে গেলে বাসার সকল ফ্যান, লাইট এবং ফ্রিজ বন্ধ রাখতে বলেছে পুলিশ। ডেঙ্গুর বাহক এডিস মশা ঠেকাতে বালতি, গামলা, বদনা ইত্যাদি পানি শূন্য করে উপুড় করে রাখতেও অনুরোধ জানিয়েছে পুলিশ।

ঈদের ছুটিতে ভ্রমণে যেতে হলে আগেভাগেই পরিকল্পনা করে যানবাহনের টিকেট কাটতে বলেছে পুলিশ। শেষমুহুর্তে ট্রেন ও বাসের ভিড় এড়িয়ে চলা এবং অতিরিক্ত যাত্রী হয়ে কিংবা বাস বা ট্রেনের ছাদে ওঠে ভ্রমণ না করতে পুলিশ অনুরোধ জানিয়েছে।

পুরুষ ও নারী পকেটমার এবং প্রতারক থেকে সাবধান থাকতে বলেছে পুলিশ। বাস টার্মিনালসমূহে, রাস্তায় ও হাটে আগত ক্রেতা-বিক্রেতারা যাতে কোনো অপরিচিত ব্যক্তি বা অজ্ঞান পার্টির কারো কাছ থেকে কোনো খাদ্যদ্রব্য গ্রহণ না করেন, সে বিষয়েও অনুরোধ জানিয়েছে এসএমপি।

রাতে জনবহুল রাস্তা দিয়ে চলাচল করা এবং রাস্তায় চলাচলের সময় সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী বা টাকা পয়সা সম্পর্কে সাবধানতা অবলম্বন করতে বলেছে পুলিশ। এছাড়া মধ্যরাত কিংবা শেষ রাতে বাসস্ট্যান্ডে নামলে সতর্কতার সাথে চলাচল করা, প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ট্যাক্সি, অটোরিক্সা বা ভাড়ায়চালিত অন্যান্য গাড়ি ভাড়া করার সময় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রাইভারের নাম-ঠিকানা লিখে নিতে বলেছে পুলিশ।

এছাড়া যেকেনো প্রয়োজনে সিলেট মহানগর পুলিশের কন্ট্রোল রুমের নাম্বারে (০১৭১৩৩৭৪৩৭৫, ০১৯৯৫-১০০১০০ এবং ০৮২১-৭১৬৯৬৮) যোগাযোগ করা যাবে।