সিলেটে ২৮০ বোতল ফেনসিডিল উদ্ধার

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের মো. জালাল উদ্দিনের নির্মাণাধীন দালানের একটি কক্ষ থেকে ২৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

মঙ্গলবার (৬ আগস্ট) রাত ১১টায় অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

তবে মো. জালাল উদ্দিনকে সেখানে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা।

তিনি বলেন, বুধবার ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪(খ) ধারায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।