বিশ্বনাথে ৫ বছরের সাজাপ্রাপ্ত জাপা নেতা গ্রেপ্তার

 

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ ৫ বছর ১ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী, জাতীয় পার্টি নেতা ও উপজেলার পুরাণ বাজারস্থ নিউ ফারজানা জুয়েলার্সের সত্ত্বাধিকারী তাজ উদ্দিন বাবুলকে গ্রেফতার করেছে।

৫টি মামলায় সাজাপ্রাপ্ত বাবুলকে কানাইঘাট থানা পুলিশের সহযোগীতায় ওই এলাকা থেকে মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ। বুধবার সকালে তাকে আদালাতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

গ্রেফতারকৃত বাবুল বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওলী গ্রামের আরশ আলী ওরফে আরব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল কানাইঘাট থানা পুলিশের সহযোগীতা নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫টি পৃথক মামলায় ৫ বছর ১ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাপা নেতা তাজ উদ্দিন বাবুলকে গ্রেপ্তার করে। সাজার পাশাপাশি একটি মামলায় বাবুলের বিরুদ্ধে ৬০ লাখ টাকার অর্থদন্ড প্রদানের রায়ও দিয়েছেন আদালত। দীর্ঘদিন ধরে জাপা নেতা তাজ উদ্দিন বাবুল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করেন আদালত।

তাজ উদ্দিন বাবুলকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার এএসআই দ্বীপক শুক্ল ধর।